বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বেসরকারি সংস্থায় ৫৫ হাজার টাকা বেতনে চাকরি


 বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার পদে কর্মী নিয়োগ দেবে।


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।


• পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো বেসরকারি সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ইউনিটে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন, রিসার্চ, সার্ভে ও ওএনএ রিপোর্টে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে।

কম্পিউটার চালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।


বয়স: ৩০ থেকে ৪০ বছর


কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr2 @coastbd. net এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: